ঢাকাTuesday , 10 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুয়ার আসর থেকে ৮ জন জুয়ারী আটক

    দেশ চ্যানেল
    October 10, 2023 12:53 pm
    Link Copied!

    হাফিজ সেলিম আহমদ,স্টাফ রিপোর্টারঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর ৫টার দিকে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:বদরুল হাসানের  দিকনির্দেশনায় এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে ও এএসআই নোমান মিয়ার সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল উপজেলার সুরমা ইউনিয়নে অভিযান চালিয়ে  টিলাগাঁও  গ্রামের জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে জুয়া খেলারসরঞ্জামাদি ও নগদ ৮ হাজার ৮৫০টাকাসহ আটজনকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মোঃ ইন্তাজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২৮), মৃত উস্তার আলীর পুত্র জাকির হোসেন (২৮), শিমুলতলা গ্রামের মৃত মনু মিয়ার পুত্র শামীম আহমেদ (৩৫), খাগুড়া (মিরপুর) গ্রামের মোঃ হাছান আলীর পুত্র জুয়েল আহমেদ (৩২), আব্দুল হালিমের পুত্র আক্তার মিয়া (৩২), লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের উসমান গনির পুত্র জাকির হোসেন (২৬), জিরারগাঁও গ্রামের নুর ইসলামের পুত্র তাজুল ইসলাম (৩০) ও লক্ষীপুর গ্রামের নুর মোহাম্মদের পুত্র তৈয়ব আলী (৩৫)।
    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুল হাসান বলেন, ‘মাদক ও জুয়া নির্মূল করতে প্রতিটি এলাকার পাড়া-মহল্লায় পুলিশের বিশেষ অভিযান চলছে । সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবেনা। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে জুয়ার আসর থেকে ৮ জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST