রাশেদুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোস্তফা বাজারে নানা আয়োজনে উদ্বোধন হলো মোস্তফা বাজার নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান জিয়া, আবুল কালাম সর্দার,জামাল মেম্বার, রফিক উল্যাহ
তাছাড়া আরো উপস্থিত ছিলেন – তাহের মাঝি,মাওলা মাঝি,ইদ্রিস মাঝি,দুলাল মাঝি নুর ইসলাম হেজন,সেকান্দর হোসেন বাচ্চু সহ প্রমুখ।
উক্ত টুর্নামেন্টি ওমর ফারুক শান্ত,মো.রিয়াজ,ও মাসুদের উদ্যোগে এতে ১৬ টি দল অংশ করে। উদ্বোধনী ম্যাচে চৌরাস্তা বাজার অলটাইম হিট কে ৭ উইকেট এ হারিয়ে -টিম আবিদ এন্টারপ্রাইজ এর জয়ী হয়। তবে উদ্বোধনী ম্যাচে প্রচুর পরিমাণে দর্শকের ভীড় ছিলো।