রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে “জন সংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির রেজিষ্ট্রেশন এবং রেফারাল ব্যবস্থাপনা বিষয়ক (Advocacy Meeting) অনুষ্ঠিত হয়েছে ”
২০ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের পরিষদ হলরুমে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নবী আলমের সঞ্চালনায় ও মোহাম্মদপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মিজানুর রহমান।
এ সময় জরায়ু ক্যানসারে বিষয়ে তিনি বলেন- এটি আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে আপনাদের সচেতন হওয়া উচিত। কারণ সরকার এই বিষয়ে সজাগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ আপনাদের কে যে কোনো সময় সহযোগিতা করবে। এবং জরায়ু ক্যানসার পরিক্ষা করার জন্য মোহাম্মদপুরে একটি ক্যাম্পেইন করা হবে।যাতে সর্বস্তরের নারীরা পরিক্ষা করার সুযোগ পায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া সোহেল, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি কম, মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোহাম্মদ আলী রিপন সহ মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ইমাম প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী বৃন্দ।
এখানে বিশেষ করে ৩০ থেকে ৬০ বছরের নারীদের বিনামূল্য জরায়ু মুখের Via test এর সুযোগ পাবে
এ সময় আরো উপস্থিত ছিলেন – ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য, শিক্ষক প্রতিনিধিগন,ইমাম প্রতিনিধি সাংবাদিক সহ অন্যন্য নেতৃবৃন্দরা।