রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন(SYO) সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৩০ জন যুব নারীদের ৭ দিন ব্যাপী নকশিকাঁথা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
২৫ অক্টোবর (বুধবার ( বিকেল পেটাল কেয়ার ক্যাডেট একাডেমির ভবনে সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন এর সভাপতি জাকার আহাম্মদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খুরশিদ আলম।
এই সময় বক্তব্য রাখেন নব যোগদান কৃত সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্ত মোঃ সাইফুল আজম, পেটাল কেয়ার ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম খালেদ, সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন এর সহ সাধারণ সম্পাদক মোঃ খায়রুল মোস্তফা জাবেদ সহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা যুবদের চাকরির পেছনে না দৌড়ে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোগতা হওয়ার আহ্বান জানান। এর আগে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এবং নব যোগদান কৃত সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রদান করা হয়।