ঢাকাTuesday , 25 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে বদলগাছীতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক-২-

দেশ চ্যানেল
November 25, 2025 9:51 am
Link Copied!

বিপ্লব সরকার,স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা-হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন—চকবেনি গ্রামের মৃত: লবিনের ছেলে হরেণ তুরকি (৩৭) এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল (২৮)

অভিযানে তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ, প্রায় ৪ মন মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয়রা বলেন, অভিযান অব্যাহত থাকলে এলাকায় চোলাই মদের উৎপাদন ও বেচাকেনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST