মো: জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
মহাসমাবেশে হামলার প্রতিবাদে ঘোষিত সকাল সন্ধা হরতাল নীলফামারীর সৈয়দপুরে সর্বাত্মকভাবে পালিত হয়েছে। দিনভর শান্তিপূর্ণই ছিল হরতাল কর্মসূচী। রবিবার (২৯ অক্টোবর) দিকে জেলা বিএনপি’র এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক দুইজন হলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহকারী অফিস সম্পাদক রুহুল আমিন মির্জা (৫০)। তিনি শহরের বাঁশবাড়ী শেরেবাংলা স্কুল সংলগ্ন মৃত মোকসেদুর রহমানের ছেলে। অপরজন আমিনুল ইসলাম বাহাদুর (২২)। সে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রক্ষ্মোত্তর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তার দলীয় পরিচয় পাওয়া যায়নি।
সকাল থেকেই শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ জহুরুল হক সড়ক ও শহীদ সামসুল হক সড়কের সিংহভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। আন্তঃজেলা ও দূরপাল্লার সড়ক পরিবহন চলাচল করেনি। তবে তিন চাকার যানসহ মোটর সাইকেল ও ব্যক্তিগন যান সীমিত চলাচল করেছে।
এরপর দুপুরের দিকে বিএনপি নেতাকর্মীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তৎপর হলে ছড়িয়ে ছিটিয়ে যায় তারা। এসময় বিএনপি অফিসের সামনে থেকে জেলা বিএনপির নেতা রুহুল আমিন মির্জা এবং পার্শ্ববর্তী থ্যাংকস ক্লোথ স্টোরের কাছ থেকে বাহাদুর নামে যুবককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম দুই ব্যক্তি কে আটকের বিষয়টি নিশ্চিত করেন।