ঢাকাSunday , 22 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত।

    দেশ চ্যানেল
    December 22, 2024 10:40 am
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

    সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে কাঁচা ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সোনারগাঁও সরকারি কলেজের প্রায় ১৬০০ নবীন শিক্ষার্থীদের।রবিবার এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজানো হয় গোটা ক্যাম্পাস।কলেজ ক্যাম্পাসে কেউ এসেছিলেন সেজে,কেউবা এসেছিলেন সাধারণ পোশাকে,আবার অনেক শিক্ষার্থী এসেছেন কলেজ পোশাক পড়ে।সবাই মেতে উঠেন হাসি-আনন্দ আড্ডা উল্লাসে।শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ শিক্ষকদের আনন্দে মেতে উঠতে দেখা যায়।সোনারগাঁও সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপু ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আল মামুন শিকদার-সহকারী অধ্যাপক আইসিটি বিভাগ এবং মোঃ এনামুল গনি-সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খন্দকার দীল আফরোজা-সহকারী অধ্যাপক গার্হস্থ্য অর্থনীতি বিভাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লুৎফর রহমান খাঁন সহকারী অধ্যাপক দর্শন বিভাগ,সোহেল রানা সদস্য,কামরুজ্জামান সরকার-সদস্য,আলী আক্কাস-সদস্য,আনোয়ার হোসেন-সদস্য প্রমূখ।নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্যকালে কলেজ অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,শিক্ষাই জাতির মেরুদন্ড।তাই সকল শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়ার পাশাপাশি সঠিক ও সুন্দর পথে চলতে হবে।গুণীজনদের সম্মান করতে হবে,মা-বাবার কথা শুনতে হবে।সামাজের ভালো কাজে অংশগ্রহণ করতে হবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন-তোমরা লেখাপড়া করে অনেক বড় হও,মা বাবার মুখ উজ্জ্বল করো,তোমাদের জন্য দোয়া রইলো।কলেজ অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপু কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধন করেন।নবীন শিক্ষার্থীরা,কলেজ অধ্যক্ষ সহ সকল সহকারী অধ্যাপকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং রোভার স্কাউট দলের সদস্যরা কলেজ অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপুর হাতে কক্সবাজার ভ্রমণের চিত্র তুলে দেন।কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে নবীনদের জন্য কবিতা আবৃত্তি,গ্রুপ নৃত্য,একক নৃত্য সহ আগত কোকিলা কন্ঠ শিল্পী মীমের উপস্থিতিতে দেশীয় গান পরিবেশন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST