মোঃরইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নুরুল ইসলাম(৪৯)নামের এক ব্যক্তি পুলিশের নির্যাতন হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।মৃত নুরুল ইসলাম সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরন্দি এলাকার ফালু মিয়ার ছেলে।মৃত নুরুল ইসলামের পরিবারের কাছে জানতে চাইলে বলেন-পুলিশ তাদের বাড়িতে ঢুকে নুরুল ইসলাম কে মাদক ব্যবসার অভিযোগ এনে পরিবারের নিকট হতে পুলিশ টাকার দাবি করেন।একপর্যায়ে পুলিশকে টাকা দিলেও টাকার পরিমান কম হওয়ায় পুলিশ নুরুল ইসলামকে মারধর করতে থাকে।পুলিশকে নুর ইসলাম এর পরিবার হতে বলেন তাকে মারেন কেন?আমরাতো টাকা দিয়েছি,তারপর ও মারতে থাকে।পুলিশের এস আই ইলিয়াস ও তার সাথে থাকা সদস্যরা নুরুল ইসলামকে শারীরিকভাবে নির্যাতন করার এক পর্যায়ে নুর ইসলামের মৃত্যু ঘটে বলে দাবি পরিবারের লোকজনদের।নুরুল ইসলাম একজন হার্ড স্ট্রোকের রোগী ছিলেন।হার্ড স্ট্রোকের পর চিকিৎসা করে তাকে রিং পরানো হয়।পুলিশের এমতাবস্থায় পরিবারের লোকজনদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।পরবর্তীতে পুলিশদেরকে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা যাবৎ আটকে রাখে।ঘটনার ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহবুবুল আলম সুমন জানান-জামপুর ইউনিয়নের বুরুন্দি এলাকায় নুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে অভিযান চালায় মাদক ব্যবসায়ীর বাড়িতে।তালতলা পুলিশ ফাঁড়ির এসআই ইলিয়াস সহ ২ জন কনস্টেবলকে স্থানীয় বাসিন্দারা মৃত্যুর ঘটনার ব্যাপারে তাদেরকে আটক করে রাখে।খবর পেয়ে আমি(ওসি)মাহাবুবুল আলম সুমন ও (খ)সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনা স্থলে যাই এবং তাদের(পুলিশদের)উদ্ধার করি।এসআই ইলিয়াস বলেন-কনস্টেবল কালামসহ আমরা ৩জন মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে গ্রেফতার করার পর দেখা যায় সে অসুস্থ।তারপর তাকে আমরা ছেড়ে দিয়ে চলে আসি।পরবর্তীতে আসামির মৃত্যুর খবর পেয়ে আসামির বাড়িতে গেলে কিছু দুষ্কৃতিকারী লোকজন আমাদেরকে আটক করে রাখে।পরে ওসি মাহবুবুল আলম সুমন ও (খ)ও সার্কেলের এসপি পরিবারের লোকজনদেরকে বলেন,আপনাদের যেভাবে ভালো হয় সেই ব্যবস্থা আমরা করবো।এ বিষয়ে(খ)সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন-ঘটনা তদন্ত সাপেক্ষে পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।