মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
আগামীকাল(১৮ জুলাই ২০২৫,শুক্রবার)বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সফর করবেন জাতীয়তাবাদী নাগরিক পার্টি (এনসিপি)এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।দলীয় কার্যক্রম গতিশীল করা এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)সোনারগাঁ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ্ ও বৈষম্য বিরোধী নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন জানান-এনসিপির কেন্দ্রীয় নেতারা এ সফরে অংশ নেবেন।বিকেল ৫টায় মোগরাপাড়া চৌরাস্তায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত জনসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।জুলাই পদযাত্রা উপলক্ষে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যালোচনায় অংশ নেবেন।সোনারগাঁ থানা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন,সভা সফল করতে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে,এ সফরের মাধ্যমে সোনারগাঁসহ নারায়ণগঞ্জ অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।