মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্থানীয় ক্রীড়া অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ আহত স্মৃতি ফুটবল ম্যাচ ২০২৫”।গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্দ্যের বাজার সাত ভাইয়াপাড়া রামগঞ্জ বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিন মাহমুদ-সিনিয়র যুগ্ম আহ্বায়ক,জাতীয় যুবশক্তি-এনসিপি।
খেলার শুরুতেই শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে নামলে দর্শকসারি মুখরিত হয়ে ওঠে করতালিতে।উত্তেজনাপূর্ণ এ খেলায় দল শহীদ আবু সাঈদ বনাম দল শহীদ মুগ্ধ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে দল শহীদ মুগ্ধ ৩-২ গোলে জয়লাভ করে।ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তুহিন মাহমুদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাবিবুর রহমান মোল্লা- কেন্দ্রীয় নির্বাহী সদস্য,ওয়ারিয়র্স অফ জুলাই আহ্বায়ক,ওয়ারিয়র্স অফ জুলাই,নারায়ণগঞ্জ,শাকিল সাইফুল্লাহ প্রধান সমন্বয়কারী,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি,সোনারগাঁও উপজেলা,নুরজামাল হাসান সদস্য,এডহক কমিটি,নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা,রাইসুল ইসলাম রিফাত সদস্য,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, নারায়ণগঞ্জ জেলা,অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়ক ছিলেন মোঃশাকিল-সংগঠক,ওয়ারিয়র্স অফ জুলাই।স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আয়োজক কমিটি “শহীদদের স্মরণে এই ম্যাচের আয়োজন করা হয়।এর মাধ্যমে নতুন প্রজন্ম একদিকে যেমন মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগকে মনে রাখবে,অন্যদিকে ক্রীড়ামুখী হয়ে উঠবে।স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও বলেন-এমন আয়োজন তরুণদের।খেলাধুলায় উদ্বুদ্ধ করে। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।