মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ৩ জন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। (০২ রা) সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ১৮ নং বাঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেয়াকে কেন্দ্র করে বালিগ্রাম ইউনিয়র পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খানের সঙ্গে তার চাচাতো ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন ও সের জামাল খান’দের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং এসময় তিনটি ঘরের টিনের বেড়া ও ঘরের জানালার গেলাস ভাংচুর করা হয়।
এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খানসহ উভয় পক্ষে কমপক্ষে তিনজন লোক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান বলেন, স্কুলের দাতা সদস্য হওয়া নিয়ে প্রথমে ওরা গতকাল স্কুলের শিক্ষকদের মারধর করেছে। আজ বাজারে বসে এ নিয়ে কথা কাটা-কাটি হয়। আমি নিষেধ করায় সের জামাল ও তার ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন খান আমার উপরে হামলা চালিয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন খান বলেন,আমার উপর হামলা করেছে, তিনটি ঘর ভাংচুর করে। আমি আমার নিরাপত্তা নিয়ে সংশয় আছি। এখন যৌথ বাহিনীর লোকজন এসেছে।
তারা যাহাতে এঘটনায় কঠোর ব্যবস্থা নেয়,এটা কামনা করছি।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনা সদস্যদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।