ঢাকাThursday , 17 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে সাজেকে পিসিপির স্মরণ সভা

    দেশ চ্যানেল
    August 17, 2023 1:40 pm
    Link Copied!

    রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা

    খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে আজ বৃম্পতিবার (১৭ আগস্ট ২০২৩) রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে স্মরণসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা ২০১৮ সালের ১৮ আগস্ট রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

    জনগনের জন্য যারা জীবন উৎসর্গ করে তারা অমর এই শ্লোগানে আজ দুপুর ১টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

    স্মরণসভার শুরুতে তপন-এল্টন-পলাশ সহ এযাবৎকালে অধিকার আদায়ের লক্ষে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ২মিনিট নিরবতা পালন করা হয়।

    স্বরন সভায় পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অজল চাকমার সভাপতিত্বে ও বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক সত্য চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন পুর্ন্য চাকমা সাংস্কৃটিক সম্পাদক বাঘাইছড়ি উপজেলা জেলা শাখা।

    রুপায়ন চাকমা সাংগঠনিক সম্পাদক রাঙ্গামাটি জেলা শাখা, রুপসী চাকমা সভাপতি পার্বত্য নারী সংঘ সাজেক থানা শাখা।

    স্বরণ সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে প্রকাশ্য দিবালোকে পুলিশ ও বিজিবি সদস্যদের সামনে ২০১৮ সালের ১৮ আগস্ট রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস হত্যাকাণ্ড চালায়। সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে পিসিপি নেতা তপন, এল্টন, যুব নেতা পলাশ চাকমা ও পথচারীসহ একে একে ৬ জনকে গুলি করে হত্যা করে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশ-বিজিবি সদস্যরা দেখেও না দেখার ভাণ করে নিরব দর্শকের ভূমিকা পালন করে। একইদিন সন্ত্রাসীরা পেরাছড়ায় বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহনকারীদের উপর হামলা চালালে সেখানে ৭০ বছরের এক বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে মারা যান।

    সভায় নিউটন চাকমা বলেন খাগড়াছড়ি স্বনির্ভরে দীর্ঘ ৫ বছরেও প্রশাসন উক্ত হত্যাকাণ্ডে সাথে জড়িত সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি।

    সভায় আর্জেন্ট চাকমা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন স্বনির্ভর হত্যাকান্ড এটি সেনাবাহিনীদের একটি সুপরিকল্পিত হত্যাকান্ড দাবি করে বলেন আজকে সরকার রাষ্ট্রীয় বাহিনীদের দিয়ে প্রতিনিয়ত গুম খুন, অপহরনের বানিজ্য চালাচ্ছে, এবং এই পর্য়ন্ত যতগুলি হত্যাকান্ড চালানো হয়েছে এখনো সুষ্ঠ বিচারের মাধ্যমে খুনিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি অভিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST