বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ আতঙ্কে ছড়িয়ে পড়েছে সর্বত্র ঘর থেকে বেরিয়ে পড়েছে ঘরে থাকা মানুষ। অল্প কিছুক্ষণের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পর খবর।
খুলনায় যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে শোনা গেছে ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের বহুতল বিল্ডিং এর ফাটল ধরেছে, রাস্তায় ফাটল ধরেছে, নদীর পানি গর্জে উঠেছে ।
তবে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞদের মতামতে জানা গেছে প্রায় ৪০ বছরের মধ্যে দীর্ঘ সময়ের ভূমিকম্প এটি। সময় ১১ টা ৩০ আকস্মিক এ কম্পনে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং মানুষজন আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের জীবনে প্রথমবার এত তীব্র ভূমিকম্প অনুভূত হলো, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। স্থানীয়রা বলেন, হঠাৎ ঝাঁকুনির কারণে মুহূর্তেই ভয় ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি কী ঘটছে বুঝে উঠতে পারেননি। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের অপেক্ষা চলছে। এদিকে দেশের সর্বোচ্চ ভূমিকম্প বিশেষজ্ঞগণ জানিয়েছেন সারা বিশ্ব জুড়ে আবহাওয়ার একটা বিপর্যয় চলছে অসময়ে ঝড় বৃষ্টি নদীতে গভীর নিম্নচাপ বর্তমান দেশ জুড়ে যে পর্যায়ে শীত থাকার কথা সে পর্যায়ের শীত অনুভূতি হচ্ছে না সবকিছু মিলে প্রকৃতি ভারসাম্য এক অন্ধকার দিকে ধাবিত হচ্ছে ফলে পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সকলেরই তৈরি হওয়া প্রয়োজন।

