মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ মাধবপুরে,মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ (১৭ সেপ্টেম্বর ২০২৫ইং) বুধবার মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সারাদিন দিন ব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রনয়ন কর্মশালা” ব্রিটিশ গ্রামার স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শাহিন মিয়া ও ব্রিটিশ গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক উজ্জল।
উপস্থিত ছিলেন কাজী আব্দুল বাছির , শাহজাহান মিয়া, খোকন মিয়া , আলমাছ খাঁন টুটুল, জাহাঙ্গীর আলম তালুকদার, আল আমিন ইসলাম, আব্দুল কুদ্দুছ, ফেরদৌস আহমেদ, এখলাছুর রহমান, সুলতান আহমেদ সুজন, নাছরিন আক্তার, মোক্তার হোসাইন, বলু চন্দ্র দেব, ইন্জিনিয়ার শামীম ও আব্দুল জাহের সহ মাধবপুর উপজেলার ৩৭ টি কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা , প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম বলেন,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা যেন স্বচ্ছ হয় এবং শিক্ষকদের পাঠদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া,এটাই ছিল আজকের মূল বিষয়।