ঢাকাMonday , 24 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে জমি–সংক্রান্ত বিরোধে কৃষকের ১০ শতক সিম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ, থানায় অভিযোগ।

দেশ চ্যানেল
November 24, 2025 12:30 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা এলাকায় জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের সিম গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ জসিম উদ্দিন (৫৫) মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে হরিণখোলা সাকিনে মহিউদ্দিনের বাড়ির পাশের জসিম উদ্দিনের ১০ শতক সবজি ক্ষেতে হামলা চালায় চারজন। অভিযুক্তরা হলেন—সুরুজ মিয়া (৫৬), তার ছেলে ফারুক মিয়া (৩০), কাজল মিয়া (২৪) এবং খায়রুল মিয়া (২২)।

বাদীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরেই ওইদিন বিবাদীরা দা, লাঠি ও সোঠা নিয়ে তার সিম গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

জসিম উদ্দিন আরও জানান, তিনি প্রতিরোধ করতে গেলে বিবাদীরা তাকে মারধরের চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়। ঘটনাটি এলাকার একাধিক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় থানায় তদন্তের অনুরোধ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

মাধবপুর থানার দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST