মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুরে আজ মঙ্গলবার (১৯/০৮/২৫ ইং) মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাঠান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাকিব উদ্দিন লস্কর, সহ-সভাপতি ইমদাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক চাঁদ সুলতানা চৌধুরী, যুগ্ম সম্পাদক হাসান ভুইয়া, ধর্ম সম্পাদক উজ্জ্বল খান, প্রচার সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অনিক পাঠান, নির্বাহী সম্পাদক আবেদ আলী, নাজির মিয়া, শাহীন আলম প্রমুখ।
সভায় সভাপতি আল আমিন ইসলাম বলেন, “মাধবপুর ডিজিটাল প্রেসক্লাব কোনো ব্যক্তির নয়, এটি সকল সাংবাদিকের অভিন্ন প্ল্যাটফর্ম। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব।”
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাঠান বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকতার মানোন্নয়নে আমাদেরকে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এর মাধ্যমে মাধবপুরের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
সিনিয়র সহ-সভাপতি রাকিব উদ্দিন লস্কর বলেন, “প্রেসক্লাবকে শক্তিশালী করতে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।”
এছাড়াও অন্য বক্তারা প্রেসক্লাবের সদস্যদের কলমকে সত্য ও ন্যায়ের পক্ষে ব্যবহার করার আহ্বান জানান এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিচিতি সভায় সাংবাদিকদের একযোগে কাজ করার প্রত্যয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করা হয়।