ঢাকাThursday , 20 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।

দেশ চ্যানেল
November 20, 2025 3:07 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে বৃহৎ পরিসরের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ নেতৃত্বে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের দুই পাশে বহু বছর ধরে দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। মাঠে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি সহিদ উল্যাহ এবং মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। উপজেলার আল আমিন ফুডফেয়ার এলাকা থেকে শুরু করে কয়েক কিলোমিটারজুড়ে ভারী যন্ত্র দিয়ে টানা ভাঙার কাজ করা হয়। এতে সড়কের দীর্ঘদিন দখলকৃত জায়গা দখলমুক্ত হয়।

মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, ফুটপাত দখল, কাঠামো নির্মাণ ও যানবাহনের বিশৃঙ্খলার কারণে দীর্ঘদিন ধরে জনভোগান্তি বাড়ছিল। বিশেষ করে চলমান ছয় লেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এসব স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়ায়। উন্নয়নকাজের স্বার্থেই এ অভিযান প্রয়োজন হয়ে পড়ে বলে জানিয়েছে সওজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, “মহাসড়ক দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।” তিনি আরও জানান, ভূমি অধিগ্রহণের আওতায় থাকা দোকানপাট ও ঘরবাড়িগুলোকেও শিগগিরই উচ্ছেদ করা হবে। নোটিশ পাঠানো হয়েছে এবং ক্ষতিপূরণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানকে স্বাগত জানিয়েছে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই স্থানে নিয়মিত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল,এখন স্বস্তি মিলবে। তবে উচ্ছেদ হওয়া দোকানদাররা পুনর্বাসনের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করায় তারা বিপাকে পড়েছেন।

মাধবপুর থানার ওসি সহিদ উল্যাহ বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে। দখলদারি বন্ধে আমরা আরও কঠোর থাকব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST