ঢাকাTuesday , 25 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে বিএনপির বিশাল জনসভা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত।

দেশ চ্যানেল
November 25, 2025 2:09 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইমদাদুল

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার বিকালে চৌমুহনী ইউনিয়ন পরিষদের মাঠে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়াই এখন আমাদের প্রধান প্রতিশ্রুতি।” তিনি জানান, ৩১ দফার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশনের সংস্কার, মানবাধিকার সুরক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নির্বাচনের আগে বিএনপিকে দুর্বল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা ব্যর্থ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তার দাবি, গত ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—“নিজের ভোট নিজেকে দিতে হবে।”

ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষা করা হবে। কাউকে চাঁদাবাজি, অত্যাচার বা নির্যাতন করতে দেওয়া হবে না।”

মাধবপুর–চুনারুঘাটের উন্নয়ন নিয়ে তিনি বলেন, “সব ভেদাভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। বেকারত্ব কমাতে হবে, নারীদের আরও স্বাবলম্বী করতে হবে, চা-বাগানের শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়ন করতে হবে।”

চা শ্রমিকসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাদের সুযোগ দিন—আপনাদের সুখ–দুঃখে পাশে থাকব।”

চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন, “স্থানীয়ভাবে বিএনপিকে আরও সংগঠিত করতে সবার ঐক্য জরুরি। জনগণের আস্থা ফিরিয়ে আনতে দল মাঠে কাজ করছে।” চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চৌমুহনী ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান এর যৌথ সঞ্চালনায়  সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজোলা চেয়ারম্যান আব্দুল আজিজ, সহসভাপতি মাসুকুর রহমান, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন,যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ,যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আঃ আলীম মীর বাদল,সাবেক সাধারন সম্পাদক ছায়েদুর রহমান, যুগ্ম সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন,ওলামাদল নেতা মাওঃ জাকির হোসেন বাবুল,সাবেক জাসাস নেতা শামছুল ইসলাম সানি,ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইকবাল শাহ রাব্বি,ছাত্রদলনেতা আব্বাস উদ্দিন শাহ শিমুল প্রমুখ।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST