মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ-০৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে নাহিদ উদ্দিন তারেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাহিদ উদ্দিন তারেকের পিতা। এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে দেওয়া এক বার্তায় এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ উদ্দিন তারেক বলেন, পাহাড়, চা বাগান ও নদীবিধৌত চুনারুঘাট-মাধবপুর উপজেলার প্রায় পাঁচ লক্ষ ভোটারের প্রত্যাশা নিয়ে তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। জুলাই-অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশিত প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করতেই তাঁর এই প্রার্থীতা।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি না থাকলেও জন্মস্থান চুনারুঘাট-মাধবপুরের রাস্তা-ঘাট উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো বিনির্মাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে গেছেন এবং মানুষের মধ্যে আশার আলো জ্বালানোর চেষ্টা করেছেন।
নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, যোগাযোগ ও সংস্কৃতি সহ সকল খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নাহিদ উদ্দিন তারেক।

