মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২০ বিজিবি ব্যাটালিয়ন জয়পুরহাটের অধীনে হিলি চেকপোস্ট সংলগ্ন সিপি বিওপিতে বাংলাদেশ ও ভারতের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ (নভেম্বর) সকাল ১১ টায় হিলি সিমান্তে বৈঠক সভা অনুষ্ঠিত হয়, বিজিবি পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কর্নেল রাশেদ আসগর, পিএসসি, জি, সেক্টর কমান্ডার দিনাজপুর,
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম, এসি, অধিনায়ক, ২৯ বিজিবি ব্যাটালিয়ন ফুলবাড়ী, লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া, অধিনায়ক, ২০ বিজিবি ব্যাটালিয়ন জয়পুরহাট, মেজর মো- মাসুদুর রহমান, উপ-অধিনায়ক, ২০ বিজিবি ব্যাটালিয়ন জয়পুরহাটসহ বিজিবির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।
ভারতের বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিএসএফ রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ডিআইজি, শ্রী মহেন্দ্র সিং সহ বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সীমন্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হলে প্রাসঙ্গিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে সীমন্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ অবৈধ সীমান্ত পারাপার তারকাটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।