ঢাকাSunday , 5 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই।

দেশ চ্যানেল
October 5, 2025 2:41 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে দলীয় নেতাকর্মীরা।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামী রাজুকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার সময়, হঠাৎ করে এলাকার উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের পথ আটকে রাজুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, রাত ৮টার দিকে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST