বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
খুলনার মানুষের জন্য প্রশাসনিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে আরও একধাপ স্বপ্ন পূরণ করল কে এমপির কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম( বার) পি পি এম সেবা কেএমপির হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেএমপির কমিশনার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে হ্যালো
কে এমপি অ্যাপস এর শুভ উদ্বোধন হয়।
এই অ্যাপসটির মাধ্যমে সাধারন মানুষদের সকল ধরনের পুলিশী সেবা পেতে এক অভূতপূর্ব সহজ সুবিধার দ্বারউন্মোচন হলো।
যার দরুন মহানগরীর মানুষ কোন ধরনের বিপদের সম্মুখীন হলে প্রযুক্তিগতভাবে পুলিশ কমিশনারের পরিকল্পনা ও প্রচেষ্টায় যে হ্যালো কে এমপি অ্যাপসটি উদ্ভাবন করেছেন সেখানে ৯৯৯ নম্বরে কল করার সাথে সাথে সহজেই সেবা পাবে সমস্যাগ্রস্থ মানুষেরা।
এ সময় কমিশনার বলেন আমি খুলনায় পুলিশ কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নগরবাসীদের সকল ধরনের সেবার সুবিধার্থে অনেক পরিকল্পনাই আমার মাথায় রেখেছি তার মধ্য এই হ্যালো
কে এমপি অ্যাপসটি ছিলো অন্যতম।
তারই প্রতিফলনের পদযাত্রা শুরু হচ্ছে আজ থেকে যা নগরবাসীদের পুলিশী সেবা সহজ করনের লক্ষ্যে আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আজ হ্যালো কে এমপি অ্যাপস এর শুভ উদ্বোধন করতে যাচ্ছি। এই অ্যাপসটি সহজেই গুগলে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এবং আমরা যে লিফলেট আপনাদের মাঝে বিতরণ করেছি এখানে যে বারকোড আছে এটি স্ক্যান করলে হ্যালো কে এমপি অ্যাপস ডাউনলোড করা সম্ভব।
এই অ্যাপসটি ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা এখন থেকে প্রত্যেকটা বিট অফিসার যারা আছেন তাদের কাছে এগুলো সরবরাহ করব এবং এর বাইরে বাস টার্মিনাল রেলস্টেশন এবং জনাকীর্ণ জায়গায় আমাদের যে পুলিশ টিম কাজ করবে তারা এই প্রচলনের মেসেজটা সবার কাছে পৌঁছে দিবে তা ছাড়া তিনি আরো বলেন এই অ্যাপসের মাধ্যমে পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষার সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করা যাবে। পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্যভিত্তিতে অনলাইনে অভিযোগ করা যাবে।
কে এমপির অনলাইন নিউজ পোর্টালটি ভিজিট ও অফিশিয়াল ওয়েবসাইটটি ব্রাউজিং করা যাবে। সহজেই কেএমপির সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া যাবে। এছাড়া অনলাইন ভিজিট ও পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করা যাবে পাসপোর্ট ভেরিফিকেশনের অগ্রগতির আপডেট জানার পাশাপাশি মহানগরীর আবহাওয়া ও ট্রাফিক আপডেট সম্পর্কে জানা যাবে। এমনকি আইন শৃঙ্খলা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সেবা সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে।
এই অ্যাপসে।
এমনকি এই অ্যাপসের মাধ্যমে খুলনার বিভিন্ন জরুরি সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বরসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারবেন। বলা হয়েছে নাগরিকরা পরিচয় গোপনে রেখে তথ্য প্রদান করতে পারবেন তথ্য দেওয়ার সময়
ওটিপি কোড মোবাইলে যাবে মেসেজটা এফবিতে থেকে যাবে এই অ্যাপস এর মাধ্যমে মানুষ অনেক ধরনের সেবা পাবে নাগরিকদের প্রয়োজনীয় জরুরী যোগাযোগ নম্বর এই অ্যাপস এ সংযোগ থাকবে।
কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক বলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদেরকে একখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও গর্বের মানচিত্র দিয়ে গর্বিত করে গেছেন। তাই আজ তারই দেখানো পথ ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে স্বাধীন দেশ আজ অর্থনৈতিক মুক্তি ও দ্বার প্রান্তে।
এ সময় তিনি আরো বলেন পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা। নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধানে আমরা বদ্ধপরিকর।
তাছাড়া আমি খুলনায় আসার পর থেকে একের পর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক চোরা কারবারিদের আটক করে নগরীর সকল মাদক পয়েন্টগুলো চিহ্নিত করে অভিযান অব্যাহত রেখে তাদের নির্মূল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আটকসহ তাদের কাছ থেকে ৪৮ টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং নগরীর অন্যতম মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার সহ ১৪ টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাছাড়া একাধিক মোবাইল জোয়ারীদের আটক করা হয়েছে।
পাশাপাশি ভূমিদস্যু প্রতারক চক্রের সদস্যদের নাম তালিকা তৈরী করা হচ্ছে। অচিরেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আটক করার প্রক্রিয়া চলছে।
তাছাড়া পুলিশের সহায়তায় যেন নগরবাসী শান্তিতে বসবাস করতে পারে সেদিকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যেতে মোটেও কার্পণ্যতা করছি না। প্রয়োজনে পুলিশি অভিযানিক তৎপরতা আরো বৃদ্ধি করা হবে।