নজরুল ইসলাম:
একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাত্রীতে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জের পরিবেশবাদী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ।
আজ সোমবার (২৫মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোর্ট চত্বর এলাকায় নানা পেশা শ্রেণির মানুষের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করা হয়।
কর্মসূচী প্রসঙ্গে “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠিত চেয়ারম্যান আশিক ইমরান বলেন, ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী। ঢাকাসহ সিরাজগঞ্জেও রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে। প্রতিবারের মতো এবারও শহরের কোর্ট চত্বর এলাকায় মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতাকে স্মরণ করেছে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশা শেণির সাধারন মানুষ।