নুর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিধিনিঃ
৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ ডিসেম্বর) উপজেলার কামারপুকুর বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে সন্ধ্যা ৭ টায় কামারপুকুর বধ্যভূমিতে পুষ্প মাল্য অর্পণ ,১০১ টি মোমবাতি প্রজ্জ্বলন ১ মিনিট নিরবতা পালন শেষে ২নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কামারপুকুর বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি মতিউর রহমান (মতি’র) সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম,আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উমাকান্ত ভৌমিক,আমগাঁও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আমগাঁও ইউপি সদস্য কামরুজ্জামান,প্রমুখ৷