– আবুজর গিফারী
২২, মার্চ শুক্রবার, পাবনার বেড়া ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। ডেপুটি স্পিকার তার বক্তব্যে বলেন যে, সমাজের অপেক্ষাকৃত ভালো মানুষদের সাথে মেলামেশা করতে হবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে, সমাজের অধিকাংশ মানুষ ভালো হয়ে গিয়েছে।
শয়তান সবসময় খারাপ কাজে মানুষকে আহ্বান করে,তাকে পরাস্ত করতে গেলে অপেক্ষাকৃত ভালো মানুষদের সাথে মেলামেশা করতে হবে। এবং এভাবেই এক সময় সমাজ ভালো মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। শামসুল হক টুকু বলেন যে, দেশে কোন পণ্যের অভাব নেই, তাই মানুষ স্বাচ্ছন্দে রোজাব্রত পালন করতে পারছে।তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন যে, কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে সরকারিভাবে এবার ইফতার মাহফিলের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বেড়া ডায়াবেটিক সমিতির সভাপতি, জনাব ইলিয়াস হোসাইন সাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, বেড়া নাগরিক কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আল মাহমুদ সরকার, বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, বেড়া কলেজের সাবেক অধ্যক্ষ জনাব জাফরুল্লাহ দুলাল, পাবনা বারের সাবেক সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম পটল, বেড়া প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বেড়া ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বাংলাদেশের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।