আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনের এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেছেন, আমাকে আগের এমপি’র মত ঠিকাদারী কোন কাজের বাস্তবায়ন ও নিয়োগের সুপারিশের জন্য টাকা পয়সা দিতে হবে না এবং কেউ দেবার চেষ্টাও করবেন না। আমি সাদা পাঞ্জাবি পড়ি; দয়া করে কেউ আমার পাঞ্জাবিতে দাগ লাগানোর চেষ্টাও করবেন না। আমি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সৈনিক এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী। আমি বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় জনপ্রতিনিধি হিসেবে পঞ্চগড়-১ আসনে গণমানুষের জনসেবা ও এলাকার উন্নয়ন কাজ করে যেতে চাই। তাই আপনারা আমাকে সাদা মনে খুজবেন এবং আমার কাছে আসবেন; আমি আপনাদের বুকে টেনে নেব। তবে ইহার কোন ব্যতয় হলে আমি নেতা-কর্মীদের বেঁছে নিয়েই তাদের সাথেই পথ চলব। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতের সকল কর্মকান্ড ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ছায়াতলে ঐক্যবন্ধভাবে পথ চলব এটাই আমার প্রত্যাশা। আজ শনিবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী দলী নেতা-কর্মীদের সংগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, পঞ্চগড় জেলা আওয়ামলীগের আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় সদর আওয়ামীলীগের সেক্রেটারী মিলন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ও বুলবুল প্রমুখ।
এরআগে প্রধান অতিথি বকশিপাড়া গ্রামে হাসিবুর রহমানের আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর দেখে আর্থিক অনুদান সহ সাহায্য সহযোগিতা করেন। পরে তিরনইহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীদের সংগে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং এলাকার নানামুখী উন্নয়ন কাজের ঘোষণা দেন। সভা শেষে বিকাল ৫ টায় তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে ফিরে যান।