ঢাকাSunday , 31 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন থেকে জেলায়ও শালিসী বিচারে ভূমিকা রেখেছেন প্রয়াত আবুল হোসেন

দেশ চ্যানেল
March 31, 2024 2:04 pm
Link Copied!

নজরুল ইসলাম:

শুধু গ্রাম ওয়ার্ড ইউনিয়ন নয় সিরাজগঞ্জ জেলায়ও বিভিন্ন সমাজ ব্যবস্থায় শালিসী বিচারে ভূমিকা রেখেছেন প্রয়াত আবুল হোসেন মিস্ত্রী।

আজ রোববার (৩১ মার্চ) বিকেলে হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে মরহুমের মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। এছাড়া প্রয়াত আবুল হোসেনের রাজনীতির নানান দিক ও বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন অনুষ্ঠানে আগত ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলার নেতৃবৃন্দ।

তিনি গত (২৫ ফেব্রুয়ারী) ২০২৪ রোববার দুপুর ১২.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, শিয়ালকোল বাজার ব্যাবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তিনি সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের রহমানপুর (রঘুনাথপুর) গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩বছর।

 

উক্ত স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান শেখ সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান আলো, জিহাদ আল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ফজলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উর-রহমান ও কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজামাল আকন্দ, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক তালুকদার, জেলা আওয়ামী

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী

লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার,

সদস্য মোক্তার হোসেন, আব্দুস ছালাম শেখ, আরিফুল ইসলাম লিটন, আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান, ছানোয়ার হোসেন, আব্দুল মোন্নাফ খন্দকার, হযরত

আলী সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী গ্রাম পুলিশগণ,

শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষসহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

এ সময় অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন সজল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST