পুঠিয়া প্রতিনিধিঃ মোঃ শরিফুল ইসলাম
২৯ আগস্ট রোজ শুক্রবার সকাল দশটায় পুঠিয়া রাজবাড়ী গেস্টরুমে,পুঠিয়া উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে,বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এ,কে,এম,নূর হোসেন নির্ঝর পুঠিয়া উপজেলায় দীর্ঘদিন কর্মরত ছিলেন।কর্মরত থাকা কালে বিভিন্ন খেলাধুলায় আগের চেয়ে বর্তমানে পুঠিয়া উপজেলাকে দেশ ও বিদেশের কাছে পরিচিতি এনে দিয়েছেন।তার এই অক্লান্ত পরিশ্রমে তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উজ্জীবিত করেছেন।তার চলে যাওয়াতে উপজেলার ক্রিড়াঙ্গণে যেন এক শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে বিদেশে উচ্চশিক্ষা জন্য পাড়ি দিবেন,তারই প্রেক্ষাপটে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব এ কে,এম,নূর,হোসেন নির্ঝর যতদিন পুঠিয়া উপজেলায় ছিলেন তার অক্লান্ত পরিশ্রমে উপজেলায় অসংখ্য উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষ ও হতদরিদ্র মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, নূর হোসেন নির্ঝর পুঠিয়া কে উন্নত করার জন্য সর্বস্তরের মানুষের সাথে কাজ করে পুঠিয়া কে অনেক সমৃদ্ধ ও একটি শান্তি প্রিয় উপজেলা উপহার দিয়েছেন। তিনি উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে থাকবে তার নাম। মাদক ছেড়ে খেলাধুলার প্রতি যুব সমাজকে সামনে এগিয়ে নিতে তিনি ছিলেন পুঠিয়ার এক উজ্জ্বল নক্ষত্র।
এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক জনাব এ,কে,এম, নূর হোসেন নির্ঝর। সদস্য সচিব রুহুল আমিন।আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব শিবু দাস।উপজেলা ক্রিড়া সংস্থার সাংবাদিক মোঃ মিজানুর রহমান। উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মোঃমোখলেসুর রহমান,মোঃ রিকো মন্ডল,মোঃ আলিফ হোসেন দ্বীপ,মোঃ সাফিন আখতার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,ছাত্র প্রতিনিধি,মেহেদী হাসান,ইয়াসির আরাফাত প্রিন্স,মোখলেসুর রহমান বিজয়,মো:রায়হান,রাজশাহী জেলার অন্যতম ফুটবল রেফারি মো: ফরহাদ বেপারী, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক আবু হাসাদ( কামাল)। স্বনামধন্য ধারাভাষ্যকার,কামাল হোসেন,মোঃ শরিফুল ইসলাম সহ পুঠিয়া ফুটবল একাডেমীর খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ।