ঢাকাSaturday , 9 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

উপনির্বাচনে পুলিশের গুলিতে আহত-১ ও নিহত-১

দেশ চ্যানেল
March 9, 2024 4:29 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের উপ নির্বাচনে ভোট শেষে ফলাফল ঘোষণার পর ব্যালট বাক্স ছিনতাইকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের গুলিতে হৃদয়(২৫)নামের এক যুবক নিহত ও ফারুক(২২) নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।শনিবার(৯ ই মার্চ)সন্ধ্যার কিছু পূর্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুধঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।নিহত যুবক হৃদয় দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে এবং গুলিবিদ্ধ ফারুক একই গ্রামের সরদার বাড়ির মৃত কামাল হোসেন ভূইয়ার ছেলে।পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী চিরুনী অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া ব্যালট বাক্স দুধঘাটা গ্রামের জাহাঙ্গীর দেওয়ানের বাড়ির পিছন হতে সন্ধ্যার পরে উদ্ধার করা হয়।জানাগেছে-গত বছরের জুনমাসে পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃমজিবুর রহমান মৃত্যুবরণ করলে নিয়মানুযায়ী ওয়ার্ডটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।পরে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ৯ই মার্চ শনিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে-চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী হলো-আজিজুর রহমান সরকার তার প্রতীক হলো মোরগ এবং কায়সার ভূইয়া রাজুর প্রতীক হলো তালা।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে গণণার সময় তালা প্রতিকের প্রার্থী পূণরায় ভোট গননার আবেদন করলে কর্তৃপক্ষ পূণরায় ভোট গণনা করে ফলাফল একই হলে মোরগ প্রতিকের আজিজুর রহমান ভূইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ব্যালট বাক্স নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসের দিকে রওয়ানা দিতে উদ্যত হলে তালা প্রতিকের প্রার্থীর সমর্থক হৃদয় ও ফারুক আচমকা দুটি ব্যালট বাক্স নিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হয়।গুলিতে হৃদয় নিহত হয় এবং ফারুককে গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।পরে ফারুকের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে-ছিনতাই হওয়া দুটি ব্যালট বাক্সের মধ্যে একটি সাথে সাথে উদ্ধার করা হয়,পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় চিরুনি অভিযান চালিয়ে অপর ব্যালট বাক্স একই এলাকার জাহাঙ্গীর দেওয়ানের বাড়ির পিছন থেকে সন্ধ্যার পর উদ্ধার করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান-হৃদয় নামে গুলিবিদ্ধ একজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।ফারুক নামে গুলিবিদ্ধ অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানাযায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামরুজ্জামান জানান-উপ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইকালে আইন শৃঙ্খলা বাহিনী ব্যালট বাক্স রক্ষা করার জন্যে গুলিছোড়লে একজন নিহত ও একজন আহত হন।এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST