মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: লোকমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ওয়াজিবুল্লা, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি মো: আবুল হাশেস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।