রাসেল কবির, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে চরমাধব রায় গ্রামের বান ঘাটা বাজার জামে মসজিদে ২ জানুয়ারি, জুমা বাদ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে মাধব রায় মসজিদের বিশিষ্ট চিন্তাবিদ ও কুরআনের তাফসিরুল বক্তা হাফেজ ইমাম রেজাউল করিম মোনাজাত অনুষ্ঠানে দোয়া পাঠ করেন।এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তার পরিবারদের আল্লাহু কাছে দোয়া চেয়েছেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগন উপস্থিত ছিলেন। সকল মুসল্লিরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। সে যেন পরপারে আল্লাহু তাহাকে জান্নাতবাসী করেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে কাজিরহাট থানা প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহ আলম ও সাধারণ সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে শেষে তবরক বিতরন করেন। উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের তাঁতি দলের সভাপতি দলিল উদ্দিন বেপারী।

