ঢাকাSaturday , 6 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিনামূল্যে তিন হাজার কৃষককে দেওয়া হলো কৃষি উপকরণ।

দেশ চ্যানেল
April 6, 2024 3:39 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে তিন হাজার কৃষককে বিনামূল্যে দেওয়া হলো রোপা আউশ ধানের বীজ, পাট বীজ ও সার। খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই কৃষি উপকরন বিতরন করা হয়।

শনিবার (৬ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ, পাটবীজ ও সার তুলে দেন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি।

 

উপজেলা কৃষি সস্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় কৃষকদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন, ও ঝিনাইদহ জেলা পল্লী বিদুৎ অফিসের জিএম মোহাম্মদ ওমর আলী ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST