জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
‘‘উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন’’ এমন প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর সামাজিক বন বিভাগ কর্তৃক আর্ন্তজাতিক বন দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১শে মার্চ) সকাল ১১ টায় কোটচাঁদপুর সামাজিক বন বিভাগের সেমিনার কক্ষে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেন ফারুক, পৌর প্যানেল মেয়র ও ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ জাহিদ হোসেন, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহরুখ ইসলাম সবুজ , সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রেজাউল করিম, ‘স’ মিল মালিক, কাঠ ব্যাবসায়ীসহ সামাজিক বনায়নের উপকারভোগী, চারাক্রেতা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ।
আলোচনায় বক্তারা বৃক্ষরোপন বৃদ্ধি, রোপনের পর পরিচর্চা ও সংক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এবং সামাজিক বনায়নের সুফল নিয়ে বক্তব্য পেশ করেন।
ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চ আর্ন্তজাতিক বন দিবস ঘোষনা করা হয়। সেই থেকে সারা বিশ্বে ২১ মার্চ আর্ন্তজাতিক বন দিবস পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের অশনি বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ ও পরিবেশের ভারসাম্য। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও মাহে রজমানের ইফতার পরিবেশন করা হয়।