ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে নানা আয়াজনের মধ্যদিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ

দেশ চ্যানেল
April 14, 2024 4:32 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

বাঙ্গালি ঐতিহ্য ধরে রাখতে ও বাংলা নববর্ষ-১৪৩১ কে বরণ করতে সারাদেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ গরুর গাড়ি, পুতুল, রঙ্গিন প্লাকার্ডসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩১।

 

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে বর্ষবরণ উৎসব পালিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

পরে দেশীয় হাডুডু ও লাঠি খেলা উপভোগ করেন অতিথিরা। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠ চত্বরে বসেছে সপ্তাহব্যাপী গ্রামীন বৈশাখী মেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST