মনিরুল ইসলাম মাহিম,খাগড়াছড়ি:
মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়িতে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। ১৪ই ডিসেম্বর রবিবার সকালে বাংলাদেশ সরকার, কানাডা সরকার ও ইউএনডিপির সহায়তায় বাস্তবায়িত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় পানছড়ি বাজার ও আশপাশের এলাকায়।
প্রচারণায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও পাচারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সংরক্ষিত প্রাণী শিকার, হত্যা ও বাণিজ্য শাস্তিযোগ্য অপরাধ—এ বিষয়েও সাধারণ মানুষকে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. আবুল হাসেম, চেয়ারম্যান, ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ; মো. ফজলুল হক খন্দকার, রেঞ্জ সহকারী এবং ইতা চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর।
বক্তারা বলেন, বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
উল্লেখ্য, বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স (BERCR) প্রকল্পটি ইউএনডিপির অর্থায়নে পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করছে।

