স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ১৫ নভেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের জেলা সভাপতি ও মাইনী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া, ৫নং বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং ৩নং কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
সভায় প্রধান অতিথি ডা. তনয় তালুকদার বলেন, “শিক্ষার প্রতি আগ্রহ ও পরিশ্রমই একটি শিশুকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে দেয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শেখার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করে।”
এ বছর উপজেলার ৬টি কিন্ডারগার্টেন থেকে মেধাবৃত্তিতে ৩০ জন এবং সাধারণ বৃত্তিতে ৯৩ জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে ৫ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার এবং গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

