খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর আজ শনিবার জোহর বাদ দেয়ানা উত্তর পাড়া স্কুলমাঠ প্রাঙ্গনে জানায়ার নামাজ অনুষ্ঠিত হয়। জানায়ায় হাজারো মানুষের ঢল নামে। জানায়ার নামাজ শেষে দেয়ানা কৃষি কলেজ সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযার নামাজে দুর-দুরান্ত থেকে আত্মীয়, স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুনগ্রাহী ছুটে আসেন এবং তাকে একনজর দেখার জন্য মানুষের ভীর লেগে যায়। তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পরেন শুভাকাঙ্ক্ষী সহ এলাকার মানুষ। উল্লেখ্য গত বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল সীগালের সামনে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে কাউন্সিল গোলাম রব্বানী টিপু আত্তত্বায়ের গুলিতে নিহত হন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। শুক্রবার বেলা পৌনে ৪ টার দিকে কক্সবাজার থেকে এ্যাম্বুলেন্সে করে টিপুর লাশ নিয়ে খুলনার উদ্দ্যেশে রওনা দেন টিপুর ভগ্নিপতি। নিহত টিপুর ভগ্নিপতি বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর ১৮/১৮ তারিখ ১০/০১/২৫ইং। টিপুর পরিবারের সদস্যদের ধারণা স্থানীয় শত্রুতা, ক্ষমতার আধিপত্য ও টিপুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে খুলনার স্থানীয় সন্ত্রাসীরা কক্সবাজারে গিয়ে টিপু কে হত্যা করে। টিপু হত্যায় দুজন কে আটক করা হয়েছে একজন হলেন খুলনার কেসিসির সাবেক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান ইফতেখার ও অপর জন হলেন ও কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মাজবাহ হক ভুট্রো।