বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
গেল সপ্তাহ জুড়ে থেমে থেমে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হলেও গত কাল গভীর রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি থাকবে আরও দুই থেকে তিন দিন আবহাওয়ার এমন পূর্বাভাস জানিয়েছেন খুলনার আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান। তিনি জানান সাগরের বহমান লঘুচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণের উপকূলীয় এলাকা জুড়ে মেঘের বেশ ঘনঘটা ও বৈরী লীলা চলছে এরই মধ্য খুলনা বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টির প্রভাব অব্যাহত রয়েছে থাকবে আরো দুই থেকে তিন দিন এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে কৃষক সহ প্রান্তিক মৎস্য চাষীদের। পাশাপাশি আমন চাষীদেরও কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। মৌসুম সবজি চাষীদের দুশ্চিন্তাও একেবারেই কম না ইতোমধ্য বিগত দিনের জলবদ্ধতা ও মুষলধারা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে নানান ধরনের শাক-সবজি মাঠে থেকে পঁচলেও উপায় ছিল না কৃষকদের। অপরিপক্ক অবস্থায় ছিল ফসল। তবে বৃষ্টির চলমান পরিস্থিতি যদি দীর্ঘমেয়াদি অব্যাহত থাকে তাহলে কৃষক ও মৎস্য চাষীদের হবে বড় ধরনের ক্ষতি।
এরই মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছেন শুধু খুলনাতেই আবহাওয়ার প্রাদুর্ভাব সীমাবদ্ধ থাকবে না। চলমান পরিস্থিতি দেশের সব বিভাগেই আগামী তিন থেকে চার দিন আরো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। তিনি আরো বলেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারি (৪৫ থেকে ৯০ মিলিমিটার ২৪ ঘন্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার ২৪ ঘন্টা) মুষলধারা বর্ষণ হতে পারে। তিনি আরো জানান ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল গুলোর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নৌ বন্দর গুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি আরো এক পূর্বাভাসে জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তরসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। ফলে মৌসুমি বায়ু অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি থেকে প্রবল অবস্থায় রয়েছে। যার প্রভাব বা দেশের অন্যান্য বিভাগের তুলনায় দক্ষিণ অঞ্চলীয় ১৯ জেলার উপর দিয়ে অতি শক্তিশালী হয়ে বহমান থাকবে ঝরবে বিরামহীন বৃষ্টি সাথে দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে কোমার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।