খুলনার রূপসায় আলাইপুর বাজারে ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী অশোক নিহত

Spread the love

শেখ সাইফুল ইসলাম কবির রূপসা খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাক চাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। ৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অশোক রায় পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নম্বরের একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর উঠতে থাকে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে প্রবেশ করে। এতে দোকান দু’টি একেবারেই ভেঙ্গে গুড়িয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌঁড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আটক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *