ঢাকাWednesday , 17 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৪তম সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 17, 2025 2:38 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

আজ (বুধবার) দুপুরে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি আয়োজন করে।

সভায় সভাপতি বলেন, শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিশুর স্বাভাবিক ও মুক্তভাবে বেড়ে ওঠার জন্য সকলে মিলে কাজ করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশু শ্রমিক নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলে মিলে কাজ করলে শিশুশ্রম নিরসন সম্ভব।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক ড. এস এম সাজ্জাদ হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ শাহিনুর রহমান, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার না করা, ১৮ বছরের নিচে শিশুদের দিয়ে ইজিবাইক না চালানো, যে সকল যানবাহনে ১৮ বছরের নিচে শিশুরা কাজ করে চিহ্নিতকরণ, শিশুশ্রমের সাথে জড়িত শিশুর পরিবারকে ভিজিডি কার্ডের মতো সুবিধা প্রদান, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST