ঢাকাSunday , 16 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

গলায় রশি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা।

দেশ চ্যানেল
March 16, 2025 10:46 am
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারক আলী (৭৫) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোনো সময়ে তিনি নিজ বাড়ির পিছনে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, মৃত মোবারক আলী ঝিকরগাছার গৌরসুটি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির পিছনে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে জানানো হলে, এসআই (নি.) মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ ঘটনায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, শারীরিক অসুস্থতা ও হতাশা থেকেই হয়তো মোবারক আলী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, সমাজে মানসিক স্বাস্থ্য ও বৃদ্ধদের প্রতি যত্নশীল মনোভাব বৃদ্ধি করা জরুরি, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST