মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা, প্রতিনিধি।
চকরিয়া আমজাদিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. এনামুল হক,
সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন, মাস্টার গিয়াস উদ্দিন ও মাওলানা আবদুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট। , সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক, গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা কাইছার ও গভর্নিং সদস্য রিদুয়ানুল হক সজীব।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, অধ্যাপক মাহমুদুল হকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।