ঢাকাWednesday , 4 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না পেয়ে মাহিন্দ্র চালককে পিটিয়ে আহত, মাদারগঞ্জে বিএনপি নেতা ও সহযোগী গ্রেফতার।

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক মাহিন্দ্র চালককে পিটিয়ে আহত করার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য গোলাম মোস্তফা জিন্নাহ এবং তার সহযোগী সোলায়মান সুলাই। দুজনই পূর্ব জটিয়ারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গা মিয়া নামের এক মাহিন্দ্র চালক দীর্ঘদিন ধরে ঐ এলাকায় ভাড়া বাসায় থেকে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অভিযুক্তরা তার কাছে প্রতি মাসে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৩১ মে রাতে বাড়ি ফেরার সময় রাঙ্গা মিয়াকে হকিস্টিক ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন তারা।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাঙ্গা মিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানে নেমে দুজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের লাঠি উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, ‘চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST