ঢাকাSunday , 27 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চাঞ্চল্যকর সাত খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
April 27, 2025 10:24 am
Link Copied!

মোঃরিপন রেজা রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের আসামীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনরা।রবিবার সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সংহতি জানিয়ে নিহতের স্বজন ও ছাত্রজনতা মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন- নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় ১১ বছর পূর্ণ হলো আজ।১১ বছর পেরিয়ে গেলেও আজও এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শেষ হয়নি।৮ বছর আগে নিম্ন আদালত এবং ৭ বছর আগে উচ্চ আদালত রায় ঘোষণা করলেও মামলাটি আপিল বিভাগে ঝুলে রয়েছে।বর্তমানে রায় কার্যকরের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। তাদের একটাই আশা,রায় কার্যকর হয়েছে সেটা যেন শুনতে পান।আওয়ামী লীগের তৎকালীন এমপি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ও দোসর নূর হোসেন এই সাত খুন করিয়েছেন।তারা বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে চন্দন কুমার ও নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা কান্ড ঘটিয়েছে।সেটা নারায়ণগঞ্জবাসী অবলোকন করেছে।তিনি আরো বলেন-তাদের গুম করার পর উদ্ধারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদের দোষারোপ করেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার।তাদের মরদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন বীভৎস চিত্র দেখে নারায়ণগঞ্জসহ সারা দেশের মানুষ কেঁদেছিলো।কিন্তু সরকার শামীম ওসমানের নেতৃত্বে এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলো।এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন-আসামীরা প্রভাবশালী হওয়ায় রায় কার্যকর করতে বিলম্ব করছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার।সেই হাসিনা সরকারের পতন হয়েছে।আমরা এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ন কবির ও এডভোকেট খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST