আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের জয়নগর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা জনাব ইদ্রিস আলী মোল্লা আজ সকাল ছয়টার দিকে তার নিজ বাড়িতে ১০৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এলাকাবাসী জানান যে, ছয় ছেলে ও তিন মেয়ের জনক ইদ্রিস আলী খুবই ভালো মানুষ ছিলেন, এলাকার সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধাভাজন ছিলেন। তার বড় ছেলে ডাক্তার বহুত আলী মোল্লা বলেন যে, দীর্ঘদিন ধরে তার বাবা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন, তাই তারা বাবাকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করিয়েছেন। তিনি জানান যে, আজ সকাল ছয়টার দিকে অসুস্থ ও বার্ধক্য জনিত কারণে তার বাবার মৃত্যু হয়। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।