ঢাকাFriday , 18 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে  প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ।

দেশ চ্যানেল
July 18, 2025 9:00 am
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে  প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার  খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই ধরনের আয়োজনে অংশ গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।”

উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের গেট থেকে যাত্রা শুরু করে নির্ধারিত রুট অতিক্রম করে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা। নানা বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে জাতীয় চেতনা ও ক্রীড়া মনোভাবকে তুলে ধরেন।

ম্যারাথন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।  প্রথম তিনজন বিজয়ী হিসেবে সজল, সবুজ ও সুজনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।

এই প্রতীকী ম্যারাথন আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গার সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম, ঐক্যবদ্ধতা ও ক্রীড়াবান্ধব মনোভাব আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST