যোগেশ ত্রিপুরা রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি –
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং পাহাড়াঞ্চল কৃষি গবেষণা ট্রেনিং ও ডরমিটরি হল রুমে প্রাচীন মহকুমা রামগড় এর মর্যাদা পুনরুদ্ধারে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রামগড় উপজেলায় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা ট্রেনিং ও ডরমিটরি হল রুমে প্রাচীন মহকুমা রামগড় এর মর্যাদা পুনরুদ্ধারে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং রামগড় উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী, অঙ্গ,সংগঠনের উদ্যোগে লেকের পাড়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই মতবিনিময়,ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জাতীয়তাবাদী (বিএনপি) দলের সভাপতি, সাবেক সংসদ সদস্য,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান এবং পার্বত্য মন্ত্রণালয়ের সহ- সম্পাদক জনাব ওয়াদুদ ভুইঁয়া (এমপি)। উপস্থিত ছিলেন রামগড় উপজেলা জাতীয়তাবাদী (বিএনপি) দলের অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ ও উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা /উপজেলার সোশাল মিডিয়া প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভায় বক্তারা উল্লেখ করেন যে খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়নের ধারা আব্যহত রাখতে ওয়াদুদ ভুইঁয়া ছাড়া আর কোন বিকল্প নেই।
তাই রামগড় বাসীর জীবনযাত্রা মান উন্নয়নে একমাত্র আবদান রেখেছেন জনাব ওয়াদুদ ভুইঁয়া এমপি। আজ সেই স্থল বন্দর স্থাপন প্রথম চুক্তি স্বাক্ষরিত করেন ওয়াদুদ ভুইঁয়া (এমপি)।রামগড় উপজেলায় মানুষের জীবনযাত্রা মান উন্নতির জন্য নিরলস ভাবে কাজ করেছে তিনি।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও ওয়াদুদ ভুইঁয়া(এমপি)কে সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত করার জন্য অনুরোধ জানান।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                