মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা নদী সংলগ্ন বসতবাড়িতে আগুন ক্ষতিগ্রস্ত হয়েছে নিরিহ দুই পরিবার। সোমবার সন্ধার পূর্বে তাদের চুলার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যেই বসতঘরে আগুন লেগে দাও দাও করে জ্বলতে থাকে। আগুনে পুড়ে যায় ঐ এলাকার মুরাদুজ্জামান (৮০) ও খোকন (৩০) এর বসতঘর। তারা জানান আগুন দাও দাও করে জ্বলে উঠার পর দুই বসতঘর থেকে কিছুই বের করতে পারিনি। ধান, আসবাপত্র সহ মালামালের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান খবর পেয়ে আমিও ছুটে আসি বাড়ীর সবাই ও পাশ্ববর্তীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি অত্যন্ত নিরিহ এবং দরিদ্র। চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান বিষয়টি আমি জেনেছি এবং ঐ এলাকার মেম্বার সেখানে ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের পরিষদ তথা সরকার থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান সংবাদ পেয়ে আমরা দ্রুত ছুটে আসি এরপূর্বে পথের মধ্যে মাটি টাকার মাহিন্দ্র গাড়ী গুলোর জন্য সময়মত পৌছিতে পারিনি তবে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম কাজ করে এবং আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে।