ঢাকাWednesday , 11 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • জেলেরা নিষেধাজ্ঞা নিয়ে বিরক্ত, তবুও ছাড়তে পারছেন না পেশা।

    দেশ চ্যানেল
    October 11, 2023 3:46 pm
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।
    মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

    আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব প্রজাপতির মাছ শিকার বন্ধ। এছাড়াও মা ইলিশের ডিম ছাড়া নিরাপদ করতে এ পুরো সময় জুড়ে জেলেদের সচেতনতামূলক প্রচারাভিযানে ও চাল সহায়তা অব্যাহত রাখা হবে।

    এদিকে নিষেধাজ্ঞার কারনে হতাশ হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। এবার এমনিতেই তেমন একটা ইলিশ পাননি তারা।এর আগে ২০মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ ধরতে নামলে দুদফায় বৈরী আবহাওয়ার কবলে পড়েন।ফলে আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারি হয়ে পড়েছে। আজ রাত ১২টার পর থেকে শুরু হতে যাওয়া ২২দিনের নিষেধাজ্ঞায় জেলেদের যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে।

    এখানকার কয়েক হাজার জেলের একমাত্র জীবিকার পথ বন্ধ হলে খেয়ে না খেয়ে ধার দেনা করে মানবেতর জীবনযাপন করতে হবে তাদের। একটি পরিবারকে ২৫ কেজি চাল দেওয়া হয় তাও অপ্রতুল।

    স্থানীয় জেলে বেল্লাল হাওলাদার বলেন, আমাদের ২২ দিন বসে থাকতে হবে। এসময় আয় থাকবে না, ধার-দেনা করেই চলতে হবে।তিন দফায় জাল- নৌকা নিয়ে কোন মাছ পাইনি,মাছও কম।আরেক জেলে নুরুল ইসলাম বলেন,অবরোধ শুরু হচ্ছে, এর আগে দু দফায় বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে পারিনি।এরপরও নদীতে নেমে মাছ পাইনি। ২৫ কেজি করে চাল দেওয়া হয় তাতে আমাদের কিছুই হয়না। কিস্তির টাকা পরিশোধ করতে হয়। তাও আবার কেউ পায় আবার কেউ পায়না।

    আর অক্টোবরে মা ইলিশ ডিম দিয়ে থাকে। তাই মা ইলিশ রক্ষা ও নিরাপদ ডিম দিয়ে প্রজনন বৃদ্ধির জন্য ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST