ঢাকাSaturday , 22 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইফার বিদায়ী উপ-পরিচালককে  পুলিশ সুপারের সংবর্ধনা।

দেশ চ্যানেল
June 22, 2024 5:47 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে জুন) বিকালে পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসানের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে মোঃ আব্দুল হামিদ খানকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মান জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মীর আবিদুর রহমান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী উপ-পরিচালক একজন মানবিক অফিসার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নতুন কর্মস্থলেও তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে বিশ্বাস করি। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আব্দুল হামিদ দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে অন্যন্য ভুমিকা পালন করেছেন। তার এই ভুমিকা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ব্যাপক ভুমিকা রাখবে। বিদায়ী উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান সম্বর্ধনার জবাবে বলেন, ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলায় যোগদানের পর থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সার্বিক সহযোগিতা করেছেন। জেলার জনপ্রতিনিধি, আলেম ওলামাগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, সুধীবৃন্দ ও সহকর্মীদের সহায়তায় মহামারী করোনাকালীন সময়ে লাশ দাফনসহ, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। এ জন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে করেন। উল্লেখ্য ২০২০-২১ অর্থ বছরে মোঃ আব্দুল হামিদ খান প্রতিটি ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখায় ৬৪ জেলার জেলা কর্মকর্তার মধ্যে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST